বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের ঋণ চুক্তি স্বাক্ষর

লাস্টনিউজবিডি, ১১ জানুয়ারি, নিউজ ডেস্ক: রিফিন্যান্সিং স্কিম ফর স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের (এসএমইডিপি-২) আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১০ জানুয়ারি বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ও এসএমইডিপি-২ এর প্রজেক্ট ডিরেক্টর মোঃ আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মোঃ জাকির হোসাইন ও এসএমই বিভাগের প্রধান বাসুদেব পাল এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক এসএমই উদ্যোক্তাদের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় ২৪ কোটি ইউএস ডলারের দ্বিতীয় পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে যা থেকে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাইরে অবস্থিত কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা ঋণ নিতে পাবেন। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে উক্ত তহবিল হতে সংশ্লিষ্ট সেক্টরে অর্থায়ন করা হবে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও এই তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারবে।
লাস্টনিউজবিডি/মেহেদী
Comments are closed