২৬ ভেড়া আর ১০ ছাগল এক জাহাজে, সারেং এর বয়স কত?

লাস্টনিউজবিডি, ৩১ জানুয়ারি, নিউজ ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের পঞ্চম শ্রেণীর একটি স্কুলের শিক্ষার্থীদের গণিত পরীক্ষায় একটি অদ্ভুতুড়ে রকমের প্রশ্ন এসেছে, যা চীনা সংবাদমাধ্যমের বদৌলতে খুব সহজেই গোটা বিশ্বে ঝড় তুলেছে। প্রশ্নটি ভেড়া, ছাগল ও জাহাজের সারেং সংক্রান্ত, যার সমাধান আপাতদৃষ্টিতে অসম্ভব।
নানচং, সিচুয়ান প্রদেশের ওই স্কুলটির গণিত প্রশ্নে বলা হয়েছে- একটি জাহাজে যদি ২৬টি ভেড়া আর ১০টি ছাগল তোলা হয়, তবে ওই জাহাজের সারেং এর বয়স কত?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গণিতবিদ হওয়ার প্রয়োজন নেই। খুব সাধারণ কেউও একবার ভালো করে প্রশ্নটির দিকে লক্ষ্য করলে বলে দিতে পারবেন, এই প্রশ্নের সুনির্দিষ্ট কোন উত্তর আসলে দেয়া সম্ভব নয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, ওই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এরকম আজব প্রশ্ন দেখেও একদমই ভড়কে যায়নি। বরং নিজেদের মত করে সমস্যাটির সমাধানের চেষ্টা চালিয়ে গেছে। তার মধ্যে কিছু সমাধান একদমই হাস্যকর। আবার কিছু সমাধান এমন যা দেখার পর নতুন আঙ্গিকে ভাবতে হতে পারে সবাইকেই।
একজন তো বেশি ভাবনাচিন্তা না করে সরাসরি মজা করেছে পরীক্ষার খাতায়। সে লিখেছে, ‘সারেং এর বয়স ৩৬ বছর। সে খুবই নারসিসিস্টিক (আত্মপ্রেমী) একজন মানুষ, তাই তার বয়স যত, ঠিক ততগুলি প্রাণীকেই জাহাজে তুলেছে!’
তবে এমনও অনেকে আছে যারা যুক্তি দিয়ে সমস্যাটির সমাধানের চেষ্টা করেছে। একজন লিখেছে, ‘সারেং অবশ্যই ১৮ বছরের বেশি বয়স্ক হবেন। কেননা এর কম বয়সী কারও জাহাজ চালানো আইনত নিষিদ্ধ।’
একজন পরীক্ষার্থী তো আবার খুবই সোজাসাপটা। সে সরাসরি লিখে দিয়েছে, ‘আমরা সারেং এর বয়স সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। ভেড়া ও ছাগলের সংখ্যার উল্লেখ সারেং এর বয়সের সাথে একদমই প্রাসঙ্গিক কোন তথ্য নয়।’
কিন্তু হ্যাঁ, আর সব জায়গার মত এই ভার্চুয়াল জগতেও এমন একজন রয়েছে যার কাছে সব প্রশ্নেরই উত্তর থাকে। আর সে এই আপাত অসম্ভব সমস্যারও একটি যুক্তিসঙ্গত উত্তর নিয়ে হাজির হয়েছে, যা হয়ত স্বয়ং প্রশ্নপ্রণেতাও চিন্তা করেনি।
ইন্টারনেটে এই প্রশ্নটি ভাইরাল হওয়ার পর একটি ফোরামে সে লিখেছে, ‘আমরা যদি প্রাণীগুলোর ও একটি মালবাহী জাহাজের গড় ওজন ধরি, তাহলে ২৬টি ভেড়া ও ১০টি ছাগলসহ জাহাজটির মোট ওজন ৭,৭০০ কেজি। চীনের প্রচলিত আইন অনুযায়ী, আপনি যদি একটি ৫,০০০ কেজি ওজনের জাহাজ চালাতে চান, তবে আপনার অন্তত পাঁচ বছরের জাহাজ চালনার লাইসেন্স থাকা লাগবে। আর চীনে জাহাজ চালনার লাইসেন্স পাওয়ার সর্বনিম্ন বয়স হলো ২৩ বছর। সেক্ষেত্রে সারেং এর বয়স অবশ্যই ন্যূনতম ২৮ বছর।’
শেষোক্ত সমাধানটি দেখার পর মানতেই হবে, প্রথম দর্শনে প্রশ্নটিকে একদমই খাপছাড়া ও গণিতের সাথে সম্পর্কহীন মনে হলেও, এটি আসলে তা নয়। বরং এই প্রশ্নটি একই সাথে গণিতের সাথে যেমন সম্পর্কিত, তেমনি এখানে যুক্তি দিয়ে চিন্তা করারও জায়গা আছে, আবার সেই যুক্তি দিয়ে চিন্তা করতে গেলে আপনার সাধারণ জ্ঞানেও খুব ভালো দখল থাকা লাগবে।
ক্লাস ফাইভের বাচ্চাদের সামনে এমন প্রশ্ন ছুঁড়ে দেয়াটা হয়ত কিছুটা বাড়াবাড়িই হয়েছে। কিন্তু একই সাথে এটাও সত্য যে চীনের শিক্ষাব্যবস্থাই আসলে এরকম। তারা খুব অল্প বয়স থেকেই বাচ্চাদের মধ্যে ‘থিংক আউটসাইড দ্য বক্স’- এর প্রবণতা তৈরী করে দেয়। ফলে তারা সবকিছুকে গড়পড়তা মানুষের মত করে না ভেবে, ‘ক্রিটিকালি অ্যানালাইজ’ করার ক্ষমতা রাখে। আর সেজন্যই বোধহয় ক্রমেই তারা জাতি হিসেবে তারা পৃথিবীর অন্য যে কারও চেয়ে এগিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি বাংলা
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed