লাঞ্চের আগেই ইমরুলের বিদায়

লাস্টনিউজবিডি,৩১ জানুয়ারি, স্পোর্টস ডেস্ক: যেকোন ব্রেক টাইমের কিছুক্ষণ আগে বাংলাদেশের আউট হওয়া যেন রীতিতে পরিণত হয়েছে। আর এক ওভার খেলতে পারলেই হাতে ৯ উইকেট রেখে দ্বিতীয় সেশনে নামতে পারতো বাংলাদেশ। কিন্তু সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়েই লাঞ্চে গেল বাংলাদেশ। বিদায়ের আগে ৭৫ বল খেলে ৪০ রানে তুলেছিলেন ইমরুল কায়েস। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের দ্বিতীয় উইকেট জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান। মুমিনুল ২৬ রান নিয়ে ব্যাট করছেন।
শুরুতেই দেখে শুনা ব্যাট করে বাংলাদেশকে ভালো শুরু এনে দিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এর মধ্যে তামিম ছিল আগ্রাসী। ওয়ানডে স্টাইলে খেলে ৪৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৫ তম হাফ-সেঞ্চুরি। নিজের অর্ধশতকের পর আর দুই রান যোগ করতেই দিলুরুয়ান পেরেরার ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেন তামিম।
ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা ভুলে সাগরিকায় নতুন করে শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১৮টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জিতেছে ১টি, ড্র ২টি আর হার ১৫টি। টেস্টে দুই দলের সর্বশেষ লড়াইয়ে জয় বাংলাদেশের। সেটিও শ্রীলঙ্কার মাটিতে। নিজেদের শততম টেস্টে টাইগাররা জয় তুলে নিয়েছিল লঙ্কার মাটিতে।
তবে বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন চন্দিকা হাথুরুসিংহে। এবার সেই হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ। দ্বৈরথটা তাই অন্যরকম বার্তা দিচ্ছে। যদিও বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ছাড়া। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হাতের আঙ্গুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টে ক’দিন আগেই নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। কিন্তু নেতৃত্ব পাওয়ার পর নিজ দেশের প্রথম টেস্টটাই মিস করছেন তিনি। প্রথম টেস্টে তার বদলে নেতৃত্ব দিচ্ছেন তাই মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে অনেকদিন। তবে টেস্টেও ইদানিং সবার শ্রদ্ধা আদায় করে নিতে শুরু করেছে। শেষ দুই বছরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষেও দেখতে চায় লাল-সবুজের দর্শকরা।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা দল:
দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed