যতো দিন বাংলাদেশ থাকবে, ততো দিন আওয়ামী লীগও থাকবে

ইনু সাহেব শুধু যে জাসদ-সভাপতি তা নয়, তিনি বর্তমান মহাজোট সরকারের তথ্যমন্ত্রীও। ক’দিন আগে কুষ্টিয়ায় নিজ দলের এক জনসভায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘’আপনি (আ.লীগ) ৮০ পয়সা। আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি, তাহলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা-ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’’
তথ্যমন্ত্রীর এ বক্তব্য পড়তে পড়তে ভাবছিলাম, আমরা কি তথ্যমন্ত্রীর গলা শুনছি, নাকি এটা বিরোধীদলীয় কোনো নেতার মাঠ গরম করা বক্তব্য?
সত্য বটে, ইনু সাহেব আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হলেও তিনি আওয়ামী লীগের কেউ নন। তাঁর ভিন্ন একটি দল রয়েছে – জাসদ। এই দলেরও রয়েছে নানা ইতিহাস। সে ইতিহাসও যে শূচিশুভ্র, তা নয় বরং তাতেও অনেকখানি কালিমা মাখা আছে। আওয়ামী লীগের নেতারা কখনো-সখনো সে কথা বলতেও ছাড়েন না যে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের রক্তাক্ত অধ্যায়ের ক্ষেত্র জাসদই তৈরি করে দিয়েছিল। আর একথা যে খুব মিথ্যা, তাও জাসদ নেতারা জোর গলায় বলতে পারবেন না।
সে যা-ই হোক, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তাঁর স্বাভাবিক উদারতায় সব ভুলে গিয়ে সবাইকে কাছে টেনে নেন। হাসানুল হক ইনুকে বানান মন্ত্রী। ইনু সাহেবের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে মন্ত্রী হওয়া এটাই প্রথম।
তবে মন্ত্রী হলেই যে সরকার বা সরকারি দলের সব কথায় ”হুজুর, হুজুর” করতে হবে – এমন দিব্যি নিশ্চয়ই কেউ তাঁকে দেয়নি। সরকারের সঙ্গে নানা বিষয়ে তাঁর ভিন্নমত থাকতেই পারে। কিন্তু তার অর্থ কি এই যে, ” আমরা যদি না থাকি, তাহলে ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা-ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’’
আওয়ামী লীগ কবে থেকে এমন দেউলিয়া হয়ে গেল যে জাসদের একটি ছোট অংশের সাহায্য ছাড়া ”এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না”? আমরা কি ভুলে যাবো এই আওয়ামী লীগই এদেশের সব আন্দোলন-সংগ্রামের পুরোভাগে ছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বও কি এ দলই দেয়নি? গত কয়েক বছর সরকার পরিচালনা করে এ দল এবং তার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দেননি?
বলতে চাইলে এ রকম আরো বহু বহু কৃতিত্বের বয়ান দেয়া যায়। কিন্তু তার কী প্রয়োজন? যে দল এদেশের মাটি ও মানুষের অস্তিত্বের সঙ্গে মিশে আছে, তার গুণগান আমাদের গাইতে হবে না, দেশের মানুষই গাইবে। কারণ, আওয়ামী লীগ আওয়ামী লীগই। যতো দিন বাংলাদেশ থাকবে, ততো দিন আওয়ামী লীগও থাকবে, যে বা যারা যতো কথাই বলুন।
লাস্টনিউজবিডি/জোবায়ের
Comments are closed