সততার স্বীকৃতি, অভিবাদন প্রধানমন্ত্রী

।।বিষেশ সম্পাদকীয় ।।
।।আলীমুজ্জামান হারুন ।।
একজন ব্যক্তি মানুষ কিংবা একটি দেশ বা সমাজের সবচাইতে বড় সম্পদ কী – এমন প্রশ্ন করা হলে বর্তমান বাজার অর্থনীতির যুগে অনেকেই হয়তো আর্থিক খাত তথা জাগতিক উন্নয়নের দিকেই অঙ্গুলি নির্দেশ করবেন। এটাও সম্পদ, তবে সবচাইতে বড় সম্পদ নয়। সবচাইতে বড় সম্পদ হলো নৈতিকতা তথা সততা।
জাতি হিসেবে আমাদের নৈতিকতার মান কতোটা উচ্চ মানের, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু আমাদের পরম সৌভাগ্য যে, আমরা এমন এক নেতৃত্ব পেয়েছি, যার উচ্চ নৈতিক মান তথা সততার স্বীকৃতি আসছে বিশ্ব দরবার থেকে। মিডিয়ামনস্ক মানুষ ইতিমধ্যেই জেনে গেছেন যে, পিপলস অ্যান্ড পলিটিকস নামের একটি আন্তর্জাতিক সংগঠন ১৭৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে সৎ নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছে। তাতে ৩ নম্বরে আছেন শেখ হাসিনা। ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭।
আমাদের নেত্রীর প্রতি এই বৈশ্বিক স্বীকৃতি সারা দেশ ও জাতির জন্য আনন্দ ও গৌরবের বিষয়। এই শুভ দিনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রইলো প্রাণঢালা অভিনন্দন!
সঙ্গে সঙ্গে একথাও মনে করতে চাই, শুধু নেত্রী সৎ হওয়াই যথেষ্ট নয়, সৎ হতে হবে আমাদের সকলকে। নচেৎ নেতৃত্বের সততার পূর্ণ সুফল আমাদের ঘরে উঠবে না।
কঠিন মনে হলেও এ কথা তো মিথ্যে নয় যে, শেখ হাসিনার মতো একজন বিশ্বস্বীকৃত সৎ নেত্রী পেয়েও আমাদের সমাজটায় অসৎ লোকের প্রতাপ আজ প্রবলতর। সমাজের প্রতিটি স্তরে এই দুরাচারের দল দাপিয়ে বেড়াচ্ছে।
কিন্তু এ অবস্থা চলতে পারে না, চলতে দেয়া যায় না। এ দায়িত্ব শুধু সরকারের একার – এমন ভাবাটা অবশ্যই ভুল হবে। বরং অসৎ ব্যক্তি বা গোষ্ঠী এবং তাদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধ গড়ে তোলা প্রধানত সমাজেরই দায়িত্ব। সব রকম দুর্বৃত্তায়নের হোতাদের একঘরে করে ফেলতে পারে সমাজই।
আমরা চাই, বিশ্বের তৃতীয় সৎ সরকারপ্রধান হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর বৈশ্বিক স্বীকৃতি লাভের এই গৌরবময় মুহূর্ত থেকে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে শুরু হোক অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির নীরব কিন্তু প্রবল শক্তিধর সামাজিক আন্দোলন।
আরো পড়ুন:-
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দারিদ্রজয়
চিন পিংয়ের সফর : শেখ হাসিনার বিজয়
প্রধানমন্ত্রীর ভারত সফর: আমাদের মূল্যায়ন
ভ্যাটের কারণে জনগণের যাতে ভোগান্তি না হয়, সে জন্য দ্রুত পথ খুঁজে বের করুন, সামনে নির্বাচন
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান
Comments are closed