বিদ্যুতের জন্যে এখন আর আবেদন পড়েনা

রেজাউল করিম বকুল,শেরপুর প্রতিনিধি,লাস্টনিউজবিডি,৩০ নভেম্বর: আগে মানুষ বিদ্যুতের জন্যে শতশত আবেদন করেছে। এখন আর আবেদন পড়েনা। আগে বিদ্যুৎ চলে গেলে কখন আসবে কেউ বলতে পারেনি। এখন আর বিদ্যুৎ যায়না। এখন ঘরে ঘরে বিদ্যুৎ। আগামি দিনে বিদ্যুৎতের লোড শেডিং একেবাড়েই থাকবেনা। আগে কৃষকেরা সারের জন্যে হাহাকার করেছে।
এখন সার কৃষকের হাতের নাগালে। শ্রীবরদীতে সাড়ে ৮২ কোটি টাকার প্রকল্প অনুমোদন উপলক্ষে বুধবার বিকালে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার শান্তী, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ায়ু ও সুস্থ্যতা কামনা করে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগড়পাড়া বাজারের পাশে মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর ৩ আসনের এমপি একেএম ফজলুল হক চান বক্তব্যের এক পর্যায়ে এসব কথা বলেন।
সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়নের লক্ষে নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শেরপুরের আখের বাজার হতে লঙ্গরপাড়া হয়ে মামদামারী ও শ্রীবরদী সড়কের উন্নয়নে সাড়ে ৮২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মঙ্গলবার একনেকের সভায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ওই প্রকল্পের অনুমোদন দেন।
ওই প্রকল্পের আওতায় সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা মজবুত করণ, ব্রীজ নির্মাণ ও প্রশস্তকরণ কাজ করা হবে।
তিনি এর আগে পার্শ্ববর্তী ভেলুয়া ইউনিয়নে ভিক্ষুক পূনর্বাসন কার্যক্রমের আওতায় ভূমিহীন ৮ জন ভিক্ষুকদের মাঝে ২ বান্ডিল করে ঢেউ টিন ও সাড়ে ৩ হাজার করে টাকা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, দেশ থেকে ভিক্ষুক মুক্ত করতে এ কর্মসূচী হাতে নিয়েছে সরকার। ২০২১ সালের মধ্যে এ দেশে আর ভিক্ষুক থাকবেনা। ভেলুয়া ইউনিয়নের মিলন বাজারের মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সালাহ উদ্দিন সালেম, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিটন, ভেলুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরজু মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক বনিজ উদ্দীন, মোতালেব হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে শেরপুরের শ্রীবরদী-ঝিনাইগাতী নির্বাচনী এলাকার এমপি একেএম ফজলুল হক চানের অক্লান্ত প্রচেষ্ঠায় ওই প্রকপ্ল অনুমোদনের মধ্যে দিয়ে স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আগামী নির্বাচনে তাকে আবার দলীয় মনোনয়নেরও দাবি জানান বক্তারা। তিনি মনোনয়ন পেলে অবশ্যই জয়ী হবেন বলেও আশা ব্যক্ত করে অনেকেই বলেন, তার অসামাপ্ত কাজ সমাপ্ত হলে শ্রীবরদী-ঝিনাইগাতী হবে মডেল এলাকা।
এদিকে আওয়ামী লীগ নেতা শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদ সদস্য আবু জাফর ও সবুজ মিয়া প্রমূখ।
লাস্টনিউজবিডি/জোবায়ের
Comments are closed