৩০০ পেরোলো বাংলাদেশ

লাস্টনিউজবিডি, ৩০ সেপ্টেম্বর, ক্রীড়া: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্য়ন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৬ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রান। ব্যাটিং করছেন, মেহেদি মিরাজ ৮, শফিউল ইসলাম ০।
তাসকিন রান আউট:
রাবাদার অফ স্টাম্পের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে পাঠিয়ে সিঙ্গেল নিতে ছুটেছিলেন তাসকিন আহমেদ। তবে দারুণ ফিল্ডিংয়ে বল ধরে স্ট্রাইকিং প্রান্তে থ্রো করেন টেম্বা বাভুমা। মার্করাম স্টাম্প ভেঙে দেওয়ার আগে আর ক্রিজে ফিরতে পারেননি তাসকিন। তাসকিন ১ রান করে ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩০৫।
নতুন বলে ফিরলেন মাহমুদউল্লাহ:
দ্বিতীয় নতুন বলে প্রথম ওভারেই আউট হয়ে ফিরলেন মাহমুদউল্লাহ। মরনে মরকেলের বলে বোল্ড হয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ১২৪ বলে ১১ চার ও এক ছক্কায় মাহমুদউল্লাহ করেছেন ৬৬। বাংলাদেশের রান তখন ৭ উইকেটে ৩০৪।
ফলোঅন এড়িয়ে তিনশ:
কেশব মহারাজের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। এই ছক্কায় বাংলাদেশ ফলোঅন এড়াল। সেই সঙ্গে স্পর্শ করল দলীয় তিনশ। তখন মাহমুদউল্লাহ ৬৫ ও মেহেদী হাসান মিরাজ ২ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার থেকে এখনো ১৯৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
পারলেন না সাব্বির:
থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না সাব্বির রহমান। ৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল না নিয়ে ডুয়ান অলিভিয়েরের হাতে পুরোনো বলই তুলে দেন ফাফ ডু প্লেসি। ডানহাতি পেসারের প্রথম বলেই বোল্ড হয়ে যান সাব্বির। ৪৬ বলে ৪ চার ও এক ছক্কায় ৩০ রান করেছেন সাব্বির। বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেটে ২৯২। নতুন ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আরেকটি জুটির পঞ্চাশ:
ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ ও সাব্বির রহমানের জুটি পঞ্চাশ ছুঁয়েছে। ৭৮তম ওভারে এইডেন মার্করামের বলে চার হাঁকিয়ে জুটির পঞ্চাশ পূর্ণ করেন সাব্বির। বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ২৭৫। মাহমুদউল্লাহ ৫৬ ও সাব্বির ১৮ রানে অপরাজিত। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ- এই চার উইকেট জুটিতেই পঞ্চাশ পার হলো। সেঞ্চুরিতে পৌঁছেনি আগের একটিও।
মাহমুদউল্লাহর ফিফটি:
রাবাদার ফুলটস বল গ্লানস করে ফাইন লেগ দিয়ে চার হাঁকালেন মাহমুদউল্লাহ। এই চারে পূর্ণ হলো তার ফিফটি। দক্ষিণ আফ্রিকার মাটিতে মাহমুদউল্লাহর প্রথম ফিফটি। আর ক্যারিয়ারের ১৪তম ফিফটি। পরের বলেও চার হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সর্বোচ্চ:
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে নিজেদের আগের সর্বোচ্চ ইনিংস ছাড়িয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রুম টেস্টে ৭৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৩ রান। ২০০২ সালে ইস্ট লন্ডনে ২৫২ রান ছিল আগের সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৬, ২০১৫ সালে চট্টগ্রামে।
হলো না মুমিনুলের সেঞ্চুরি:
লাঞ্চের আগেই ফিফটি তুলে নিয়েছিলেন। কিন্তু সেটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না মুমিনুল হক। ফিরলেন লাঞ্চের পর দ্বিতীয় ওভারেই। স্পিনার কেশব মহারাজের লেংথ বলে পেছনের পায়ে খেলেছিলেন মুমিনুল। কিন্তু বল গিয়ে জমল ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো এইডেন মার্করামের হাতে। ১৫০ বলে ১২ চারে ৭৭ করেছেন মুমিনুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই। ২০০২ সালে ইস্ট লন্ডনে আল শাহরিয়ারের ৭১ ছিল আগের সর্বোচ্চ। মুমিনুল-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটিতে এসেছে ৬৯ রান। মুমিনুলের বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৭। নতুন ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহর সঙ্গে যোগ দিয়েছেন সাব্বির রহমান।
তামিমের উইকেট হারিয়ে প্রথম সেশন পার:
তৃতীয় দিনের প্রথম সেশনে ৯১ রান তুলেছে বাংলাদেশ। বিনিময়ে হারিয়েছে তামিম ইকবালের উইকেট। ফিফটি তুলে নিয়ে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মুমিনুল হক। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৮ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানের সর্বোচ্চ ৭২ রানে অপরাজিত আছেন মুমিনুল। মাহমুদউল্লাহ অপরাজিত ২৬ রানে। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটি ৬০ রানের।
লাস্টনিউজবিডি, এ এস
Comments are closed