মৃত্যুপথযাত্রী রোগী নিয়ে এমপি বদির সেলফি…!

লাস্টনিউজবিডি, ৩০ জুন, নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা প্রেরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।
চিকিৎসকরা জানিয়েছেন, রক্তক্ষরণজনিত কারণে তাকে ভর্তি করা হয়। পরীক্ষার পর ধরা পড়েছে হামিদুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে লিভার ও জন্ডিসের রোগে ভুগছিলেন। এরসঙ্গে তার আরও কয়েকটি রোগ ধরা পড়েছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো নয়।
উল্লেখ্য, গত ২৮ জুন হামিদুল হক চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়। দুই দিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। এদিকে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর রোগ মুক্তি কামনায় উখিয়ার মসজিদ গুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ অবস্থায় অসুস্থতার খবর পেয়ে তার ভাইপো উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ তার শয্যা পাশে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর নেন।
এদিকে অন্যদের মতো তাকে দেখতে যান কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদিও। কিন্তু অসুস্থ হামিদুল হক চৌধুরীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় অ্যাম্বুলেন্স থামিয়ে এমপি বদি সেখানে সেলফি তোলেন। তার তোলা ওই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে।
একজন মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্স থামিয়ে সেলফি তোলাকে বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করেছেন। অনেকে একে তামাশা বলে উল্লেখ করেছেন।
এ নিয়ে স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেন আবু তার ফেসবুক পোস্টে এমপি বদির সেলফি পোস্ট দিয়ে লিখেছেন, মৃত্যুপথযাত্রী রোগী নিয়ে এমপি বদির সেলফি…!
সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি বদির কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চললেও হামিদুল হক চৌধুরীর অসুস্থতার খবরে উখিয়া-টেকনাফের বিভিন্ন মসজিদ, মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করছে দলীয় নেতাকর্মী, তার ভক্ত ও কর্মী-সমর্থকরা। রোগমুক্তি চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed