টেন্ডুলকারের জন্য খুব ভুগেছেন একতা!

লাস্টনিউজবিডি, ২৯ জুন, বিনোদন ডেস্ক: একতা কাপুরকে তো জানেন। কিন্তু খেলাধুলার পাতায় তার কথা কেন? ভারতের সীমানা ছাড়িয়ে টেলিভিশন সিরিয়ালকে এই প্রডিউসারই অন্য একটি উচ্চতায় নিয়ে গেছেন। সেই তিনি নতুন কোনো সিরিয়াল শুরু করতে গেলে একটা খোঁজ নেবেনই নেবেন। নিজে ক্রিকেটের খোঁজ তেমন রাখেন না। কিন্তু নতুন সিরিয়াল শুরুর সময়টায় কোনো ক্রিকেট মৌসুম চলছে কি না সেই খোঁজ নিয়েই মাঠে নামেন তিনি। কারণ, শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটারের জন্য তার শোর টিআরপি সবসময় কমেছে!
টেন্ডুলকার এখন খেলেন না। কিন্তু ভারতের ক্রিকেট ঈশ্বর ছিলেন তো তিনিই। তার খেলা মানেই ক্রিকেট বিশ্বের চোখ হয় মাঠে নইলে টেলিভিশন পর্দায়। সেখানে কাহানি ঘর ঘর কি কিংবা কিউকি সাস ভি কাভি বহু থির জায়গা কোথায়! এই পরিস্থিতি খুব সামলাতে হয়েছে একতাকে। সেই কথাই নতুন সিরিয়াল শুরু করার আগে মনে পড়ছে তার।
‘অন এয়ারে নতুন শো শুরুর আগে আমি সবসময় এই আশা করি যে এখন কোনো ক্রিকেট মৌসুম নেই। কারণ যখন শচীন খেলতেন তখন তার প্রভাব আমার শোর টিআরপিতে পড়তো। আমি জানতে চাইতাম, ‘এই অবস্থা কেন’? জবাব পেতাম, ‘ওহ, শচীন খেলছেন’। একতা বলেছেন, ‘এই একটা কারণেই আমাদের শোতে প্রভাব পড়তো। কিউকি…আর কাহানি…এর সময়ও ওই এক অবস্থা ছিল।’
নতুন শো আনছেন একতা। জনপ্রিয় ডেইলি সোপ কুমকুম ভাগ্যিয়ার পর এবার আসছে কুন্দালি ভাগ্যিয়া। নতুন এই শোতে ক্রিকেটকে জড়িয়েছেন একতা। তার মানে ক্রিকেটের কারণে শোর টিআরপি কমার শঙ্কা থাকছে না। উল্টো ক্রিকেটই টিআরপি বাড়াবে! যেখানে ভারতের নতুন সেনসেশনাল অল রাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা মাথায় রেখে একটি চরিত্র রাখা হয়েছে। ক্রিকেটারের চরিত্র।
‘আমি ক্রিকেটের ফ্যান নই।’ একতা বলছিলেন, ‘এই তরুণ ক্রিকেটার পান্ডিয়ার কথা তারপরও অনেক শুনেছি। খুব দেখিনি। কিন্তু সে যে আইপিএল সেনসেশন তা শুনেছি। তাই ভাবলাম এরকম একটা চরিত্র কেন না আনি যে জাতীয় দলে জায়গা পাবে। এই দুনিয়া নিয়েও কাজ করতে চাইলাম। এটা নিয়ে উন্মাদনাও খুব বেশি। তবে শুনেছি এই ভদ্রলোক খুব মার্জিত ও সদাচারী।’ একতার আশা, ক্রিকেট মাঠে পান্ডিয়ার ব্যাটে যেমন আজকাল প্রতিপক্ষ উড়ে যাচ্ছে তার শোর আকর্ষণটাও তেমন বাড়বে।
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed