বন্দি নড়াইলকে মুক্ত করার প্রত্যয়ে নড়াইল পুলিশ সুপার

উজ্জ্বল রায়, লাস্টনিউজবিডি, ৩১ মে, নড়াইল: নড়াইল জেলা বাংলাদেশের মানচিত্রে ক্ষুদ্রায়তন হলেও এ জেলা পরিণত হয়েছে পূণ্যভুমিতে। কারণ শত শত কৃতি সন্তানের জন্মভূমি নড়াইলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিশ্ব দরবারে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতান যার দৃষ্টান্ত। এছাড়া মহান মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে বিন্দুমাত্র পিছপা হয়নি নড়াইলের সন্তান নূর মোহাম্মদ। ফলশ্রুতিতে সে পেয়েছে বীরশ্রেষ্ঠ’র খেতাব।
বাংলাদেশ ক্রিকেটের বর্তমান কর্ণধর মাশরাফি বিন মুর্তজাও জন্মেছে চিত্রা নদী বিধৌত এ নড়াইলেই। নৃত্যশিল্পী উদয় শংকর, সেতারবাদক রবি শংকর, ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্ত, কবিয়াল বিজয় সরকার, জারিসম্রাট মোসলেম উদ্দিন এবং সুরকার কমল দাশগুপ্ত, আর্চারী শ্যামলীর মতো অসংখ্য গুণীজন জন্মেছে নড়াইলের মাটিতে।
আর নতুন প্রজন্মের মেধার বিকাশ ঘটিয়ে যিনি নড়াইলের মানুষকে নেশার গন্ধ মুক্ত অক্সিজেন সরবরাহ করতে প্রতিদিনই নির্দেশনা ও পরিকল্পনা করে যাচ্ছেন সেই ভদ্রলোক পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম পুলিশিং কাজে সহায়তা করুন। তাইতো গুণীজনেরা শেরে বাংলা পদকে ভুষিত করেছেন এ মানুষটিকে। আর আমিও আছি এ যুদ্ধের সহযোদ্ধা হিসেবে। ১০০ দিনের পর আরও ১০১ দিন অন্তত।
গোয়েন্দা সার্ভিলেন্স তথ্য মতে মাদক সহজলভ্য এলাকা। রাজা বাদশাদের শাসনের অবসান হয়ে এখন চলছে জনগণের শাসন। বোতলে করে লিটার লিটার পেট্রোল, কেরোসিন দিয়ে বিনিময়ে ফোঁটায় ফোঁটায় ফেনসিডিল এনে রক্তের শিরায় ঢুকিয়ে মাতাল হয়ে মাতামাতি করছে নড়াইলের (তোমার মাটির) অনেক মানুষ ।
মধ্যবিত্তের অনেকেই রাজা হওয়ার আশায় গাঁজার পুটলির মধ্যে জীবনের অনেক সময় কাটিয়ে দিচ্ছেন। মিয়ানমার থেকে আসা ইয়াবা হার মানাচ্ছে সীমান্তপারের বন্ধু ফেনসিডিল কেও। মাদক যোনের সহজ করিডোর হয়েছো তুমি। পেয়েছো শূণ্য, দিয়েছো তুমি নেশাভরা সন্ধা, আর অশ্রুভেজা কপাল। জেসিনর হতে হয়েছো নড়াইল । কেউ বলে নড়াইল
সাঁকো পার হয়ে মোড়ে সাধু সন্যাসী আসতো। তোমার মাঝে বস-বাস করেছে নামীদামি অনেক মোড়ল। তোমার কাছে আসতে জেসিনর পার হতে হয়েছিল বলেই তুমি বহু আগেই জেসিনর নড়াইল। লর্ড, কার্জন পার করে আজ তুমি নড়াইল, ইতিহাস ঐতিহ্যের লজ্জা বাদ দিয়ে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া, হবখালি, শাহবাদ, চন্ডিবরামপুর, কলোড়া, বিছালী ইউনিয়ন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী, লাহুড়িয়া, জয়পুর ও শালনগর লোহাগড়া কালিয়া জুড়ে চলছে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ নেশার অভয়ারণ্য।
ইতোমধ্যেই তোমার সু-সন্তানরা অনেকেই মারাগেছে, অনেকেই নিজের আখের গোছাতে ব্যস্ত। অনেক নামীদামি লোক তোমার বুকে থেকে গেছে বহু রাত। নিয়ে গেছে কোটির মত পাওনা। দিয়ে গেছে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী আর সন্ত্রাস। এতে কি তোমার বুক ব্যথা করে না। হয়তো হার্টে ব্লকও হয়েছে। লজ্জায় বলতে পারছো না। সংযুক্ত ছবি দেখে তো তাই মনে হচ্ছে। কারণ অনেকেই এখনও চেষ্টা করে যাচ্ছে মাদকের অমানিশার বিরুদ্ধে।
ওহ, ওহে ভয় নাই চিন্তা ভাবনা করো না। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এর নির্দেশনায় ও পরিকল্পনায় বাস্তবায়নের চেষ্টায় (ওসি ডিবি) ডাকছি তোমাকে। আসোনা আমার কাছে। ভয় নেই। আমরা পুলিশ হলেও তোমার মত গ্রেফতার করবো না। ডাকে সাড়া দিলে তোমাকে মাদকমুক্ত করবো।
লাস্টনিউজবিডি/আই/আর
Comments are closed