যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী বেড়েছে

লাস্টনিউজবিডি, ১৭ ফেব্রুয়ারি, ডেস্ক: মার্কিন মসনদে বসার পরেই গোটা দেশে মুসলিম এবং শরনার্থীদের নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশে সমস্যায় পড়েন মুসলিম এবং হাজারো শরনার্থী। কিন্তু নতুন এক সমীক্ষা চিন্তা বাড়িয়েছে দেশের বুদ্ধিজীবীদের মধ্যে।
দেখা গিয়েছে, আমেরিকায় গত বছরের তুলনায় মুসলমান বিদ্বেষী গোষ্ঠীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে। ৩৪ থেকে বেড়ে এই ধরনের গোষ্ঠীর সংখ্যা শতাধিক হয়েছে বলে একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে উগ্রবাদী গোষ্ঠীর নজরদারিতে নিয়োজিত অলাভজনক সংস্থা ‘সার্দান প্রোভার্টি ল সেন্টার’।
এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের ‘জ্বালাময়ী বক্তব্য’ গোটা দেশে মুসলিম বিদ্বেষী গোষ্ঠী সৃষ্টিতে ইন্ধন যুগিয়েছে। এছাড়া, গত জুনে আমেরিকার অরল্যান্ডোর নাইট ক্লাবে হামলার ঘটনাও এতে উসকানি দিয়েছে। গোটা রিপোর্ট তৈরিতে নেতৃত্ব দিয়েছেন মার্ক পোটোক।
প্রতিবেদনে তিনি বলেন- স্টিভ ব্যানন, স্টিভেন মিলার এবং কেলিয়্যান কনওয়ের মতো হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় অনেকে ‘ভয়াবহ মুসলমান বিরোধী ভাবধারায়’ বিশ্বাসী।
তিনি আরও বলেন, মাইকেল ফ্লিন বিদায় নেওয়ার মধ্যদিয়ে আমেরিকার মুসলমানদের বিরুদ্ধে চলমান মারাত্মক অভিযান কমবে বলে মনে করার কোনও কারণে নেই। কট্টর মুসলমান-বিরোধী হিসেবে পরিচিত ফ্লিন মুসলিম-বিরোধী নানা বক্তব্য দিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি দাবি করেছিলেন, মুসলমানদের বিরুদ্ধে আতঙ্ক খুবই যুক্তিসঙ্গত।
কট্টর বর্ণবাদী, নয়া নাৎসিবাদীসহ নানা উগ্রবাদী গোষ্ঠী আমেরিকায় তৎপর রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বর্তমানে দেশটিতে এ রকম নয় শতাধিক গোষ্ঠী তৎপর রয়েছে। ২০১৫ সালের তুলনায় এ রকম গোষ্ঠীর সংখ্যা দেশটিতে ৩ শতাংশ বেড়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। ২০১১ সালে আমেরিকায় এই রকম গোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সে বছর দেশটিতে এই জাতীয় গোষ্ঠীর সংখ্যা ১০১৮ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
লাস্টনিউজবিডি/এমএইচ
Comments are closed