বিদায়ী ভাষণে স্ত্রীর জন্য কাঁদলেন ওবামা

লাস্টনিউজবিডি, ১১ জানুয়ারি, ডেস্ক: বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজের স্ত্রীর কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন। বাংলাদেশ সময় বুধবার সকালে ওবামা শিকাগোতে তার বিদায়ী ভাষণ দেন।
ভাষণে মিশেল ওবামার কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। মিশেলকে ধন্যবাদ জানিয়ে ওবামা বলেন, তুমি আমাকে যেমন গর্বিত করেছ, তেমনি দেশকেও গর্বিত করেছো। তুমি শুধু আমার সহধর্মিণী নও, আমার একজন ভালো বন্ধুও। যাকে সুখে-দুঃখে সব সময় পাশে পেয়েছি। হোয়াইট হাউজে থাকা অবস্থায় তোমাকে কোনো কাজের জন্য কখনো বলতে হয়নি। সব সময় নিজ দায়িত্বে যত্ন নিয়ে সব কাজ করেছ।
এ সময় তার চোখে পানি চলে আসে। একপর্যায়ে ওবামা একটি সাদা রুমাল বের করে চোখের পানি মুছতে শুরু করেন।
ওবামার ভাষণের সময় মিশেল ওবামা সেখানেই উপস্থিত ছিলেন।
টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। ক্ষমতা হস্তান্তরের আগে এটাই তার শেষ ভাষণ। মঞ্চে উঠে তিনি আমেরিকাবাসীর উদ্দেশে বলেন, ‘গুডবাই’।
শিকাগো শহর থেকেই ওবামা ২০০৮ এবং ২০১২ সালের নির্বাচনে জয় ঘোষণা করেছিলেন। আজ সেখানেই তিনি বিদায়ী দিয়েছেন।
লাস্টনিউজবিডি/এমবি
Comments are closed