নড়াইলে গাছের সাথে শত্রুতা

উজ্জ্বল রায়, লাস্টনিউজবিডি, ১১ জানুয়ারি, নড়াইল: নড়াইলে এবার প্রায় ৩০০ মেহগনি গাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাত অনুমান সাড়ে ১২টার দিকে পূর্ব শত্র“তার জের ধরে উপজেলার নোয়াগ্রাম ইউপির সত্রহাজারী গ্রামের কাজী আমীর হোসেনের মেহগনি গাছের বাগানের প্রায় ৩০০টি গাছ কেটে ফেলেছে একদল সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ কাজী আমির হোসেনের ছেলে কাজী শরিফুল ইসলাম বলেন, সম্প্রতি ইউনিয়ন নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক রোম এর বিপক্ষে কাজ করার অপরাধে তার দলীয় লোক উপজেলার নোয়াগ্রাম ইউপির সত্রহাজারী গ্রামের শাহীদ মীনা, জগলু শেখ ও আজিম মোল্যার নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী আমাদের গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় আমাদের প্রায় ১০ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শাহিদ মিনা ঘটনার বিষয় অস্বীকার করে বলেন, আমরা এ ব্যাপারে কোন দোষী নই। আমাদের সাথে তাদের দলাদলি সংক্রান্ত বিরোধ আছে। সম্প্রতি গ্রামে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ ঘটনাটি ঘটাতে পারে। পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক রোম এর সাথে মুঠো ফোনে (০১৭১৬৪৭২০১৫) একাধিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গাছ কাটার বিষয়টি আমি শোনা মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠাই। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লাস্টনিউজবিডি/এমএইচ
Comments are closed