পাঠানকোটে মূল ষড়যন্ত্রী মাসুদ আজহার: এনআইএ

শীর্ষেন্দু চক্রবর্তী, কলকাতা প্রতিনিধি, লাস্টনিউজবিডি, ১০ জানুয়ারি : চার্জশিটে নাম ছিলই। এবার একেবারে আদালতে ঘোষণা করে এনআইএ জানাল, যে পাঠানকোটে হামলার ঘটনায় মূল অপরাধী মাসুর আজহারই। সোমবার এনআইএ-র বিশেষ আদালতে মাসুদ আজহার সহ এই মামলায় চার মূল ষড়যন্ত্রকারীর নাম ঘোষণা করা হয়। এই তালিকায় রয়েছে, মাসুদ আজআরের ভাই রাউফ আসগার ও আরও দুই হ্যান্ডলার।
২০১৬-র জানুয়ারিতে পাঠানকোট এয়ার বেসে হামলা চালায় চার জঙ্গি। শহিদ হন আট সেনা জওয়ান। এই চার জঙ্গি হল নাসির হুসেন, হাফিজ আবু বকর, উমর ফারুক, আব্দুল কায়ুম।
গত সপ্তাহে, চার্জশিট পেশ করেন গোয়েন্দারা। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে জয়েশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের নাম। পঞ্জাবে মোহালি কোর্টে পেশ করা হয় এই চার্জশিট।
ওই হামলায় জইশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে আগেই জানান গোয়েন্দারা। এমনকী, পাঠানকোট হামলায় ভারতের হাতে বেশ কিছু তথ্য তুলেও দিয়েছে আমেরিকা। ওই হামলার ঘটনায় জইশ-ই-মহম্মদের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে ওই তথ্যে। পাঠানকোট হামলার পর মাসুদ আজহারকে নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রসংঘে আর্জি জানিয়েছিল ভারত। কিন্তু, তাতে আপত্তি জানায় চিন। তার জেরে ভারতের আর্জি স্থগিত হয়ে যায়। তবে পাঠানকোট হামলায় জড়িত থাকার প্রমাণ উঠে আসায় মাসুদ আজহারের বিরুদ্ধে চার্জশিট দিল রাষ্ট্রসংঘের উপর চাপ সৃষ্টি করা যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
লাস্টনিউজবিডি/এমএইচ
Comments are closed