স্কুলছাত্রী কে যৌন হয়রানি, মাঝি-যুবলীগ নেতার সংঘর্ষ

মো:নজরুল ইসলাম,
লাস্টনিউজবিডি, ৩১ আগস্ট, ঝালকাঠি : স্কুলছাত্রী কে যৌন হয়রানির ঘটনায় পৌর খেয়াঘাটের কয়েকজন ট্রলার মাঝি ও নয়া রাস্তার খেয়াঘাট তৈল ব্যবসায়ী যুবলীগ নেতা মিজান সহ তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ৮ টায় এ সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনার জের ধরে ট্রলার চালকরা ব্যবসায়ী যুবলীগ নেতা মিজান সহ তার সমর্থকদের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে বিচারের দাবী জানিয়ে বুধবার সকাল ৮ টা থেকে ১০ পর্যন্ত দু’ঘণ্টা ধর্মঘট পালন করেছে।
তৈল ব্যবসায়ী যুবলীগ নেতা মিজান জানায়, গত ২৮ আগষ্ট খেয়াঘাটের ইজারাদার সাইদুল মাঝীর আপন ভাগ্নে রাব্বী স্থানীয় আবুল হোসেন ফকিরের শিশুকন্যা কে যৌন হয়রানি করার ঘটনা ঘটে।
সেই ব্যাপারে নির্যাতিত শিশুকন্যাটির মা লম্ট রাব্বীর পিতা-মাতা, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জানিয়েও কোন বিচার না পাওয়ায় ২৯ আগষ্ট স্থানীয় সামাজিক সংগঠন নাগরিক উদ্দোগের সভাপতি ইউপি সদস্য জব্বার খানের নিকট লিখিত অভিযোগ প্রদান করেন।
এ বিষয়ে ইজারাদার সাইদুল মাঝী, বেলায়েত, হেমায়েত সহ তাদের দলবল আমার দোকানে হামলা চালালে আমি এএসপি সার্কেল স্যারকে জানালে তিনি থানা পুলিশ পাঠান।
পুলিশ শিশুকন্যার মায়ের অভিযোগের একটি কপি নিয়ে যান।
অন্যদিকে মাঝি সমিতির সাধারন সম্পাদক মোঃ হেমায়েত ব্যাপারী অভিযোগ করেন, নয়া রাস্তা মোড়ের তৈল ব্যবসায়ী মিজান দীর্ঘ দিন ধরে সভাপতি মোঃ বেলায়েত বেপারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে।
টাকা দিতে বিলম্ব হওয়ায় ৩০ আগষ্ট মিজানের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল ইজারাদার সাইদুল মাঝী, সভাপতি মোঃ বেলায়েত ও সম্পাদক হেমায়েতের উপর অতর্কিত হামলা চালায়।
উল্টো মিজান তার দোকান ভাঙচুরের নাটক সাজিয়ে আমাদের নামে সদর থানায় মিথ্যা মামলা দায়ের করে। এঘটনার বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার দু’ঘণ্টা ধর্মঘট পালন করেছে।
এ ব্যাপারে এসআই সরোয়ার জানায়, এএসপি সার্কেল এর নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে শান্ত করা হয়।
সেখানে তাৎক্ষনিক ভাবে স্থানীয় জানায়, ২৮ আগষ্ট রাব্বী নামে এক ছেলে একটি শিশুকন্যা কে যৌন হয়রানি করার ঘটনা নিয়ে এ দু’পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
লাস্টনিউজবিডি, এ এস