বিশ্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

লাস্টনিউজবিডি, ৩১ আগস্ট,ঢাকা: নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাই কমিশনার জুলিয়া নিবলেট।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার নতুন হাই কমিশনার এই প্রশংসা করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাৎ শেষে তার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন নতুন হাই কমিশনার। তিনি বলেন, ইউ আর দি চাম্পিয়ন অব উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইকনোমিক ডেভেলপমেন্ট।
শেখ হাসিনা ১৯৭২ সাল থেকে তৈরি হওয়া দুই দেশের সুসস্পর্কে কথা উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রথম ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১৯৭২ সালের জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
প্রেস সচিব বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের অসমান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার বাংলাদেশের নারী উন্নয়নের প্রশংসা করলে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। নারী শিক্ষা ও নারীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বঙ্গবন্ধুর শাসনামলেই প্রথম শুরু হয়। তিনি সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন; বাধ্যতামূলক করেন প্রাথমিক শিক্ষা।
প্রেস সচিব ইহসানুল বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এটা বিশ্বায়িত সমস্যা। আমরা সচেতনতা তৈরি করছি এবং মানুষের কাছ থেকে এর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সচেতনতা বাড়াতে ইমাম, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও তাদের সন্ত্রাসবাদবিরোধী জনসচেতনা তৈরিতে অন্তর্ভুক্ত করার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বলেন, আমি ক্ষমতায় এসে দেখলাম আমাদের উচ্চপদে কোনো নারীরা নেই। প্রশাসন, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ সব খাতেই আমরা নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলাম।
উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দেওয়ার এবং ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি হওয়ার কথাও তুলে ধরেন তিনি। সব ধরনের খেলায় বাংলাদেশের নারীদের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।
লাস্টনিউজবিডি/এমবি