রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে মাশরাফিদের জয়

লাস্টনিউজবিডি, ২৬ মে, ক্রীড়া : ভিক্টোরিয়াকে ৮ রানে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
শেষ ৬ বল ১২ রানের প্রয়োজনে ব্যাটিং করে ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান মাত্র ৩ রান জমা করে। চতুর্থ বলে কামরুল ইসলাম রাব্বীকে বোল্ড করে জয় নিশ্চিত করে কলাবাগানের পেসার দেওয়ান সাব্বির।
অবশ্য জয়ের ভিত আগের ওভারে তৈরী করে দেন দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১২ বলে ১৪ রানের ব্যবধান নিয়ে বোলিং করেন নড়াইল এক্সপ্রেস। নিজের স্পেলের শেষ ওভারে মাত্র ২ রান খরচ করেন মাশরাফি।
বাকি চার বল থেকে কোনো রান নিতে পারেননি রাব্বী। সেখানেই শেষ ভিক্টোরিয়ার জয়ের স্বপ্ন। বল হাতে মাশরাফির বোলিং স্পেল ১০-২-২৪-২। শেষ পর্যন্ত ২১৪ রান তাড়া করতে নেমে ২০৫ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। অষ্টম ম্যাচে যা তাদের তৃতীয় পরাজয়।
এর আগে মিরপুরে টসে জিতে ব্যাটিং করতে নেমে মেহরাব হোসেন জুনিয়রের ৮৬ রানের ইনিংসে ভর করে ২১৩ রানের লড়াকু পুঁজি পায় কলাবাগান ক্রীড়া চক্র। বাঁহাতি এ ব্যাটসম্যান বাদে কেউই ভালো করতে পারেননি।
দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জসিমউদ্দিন। ২১ রান আসে তানভীর হায়দারের ব্যাট থেকে। মেহরাব জুনিয়র চার ইনিংস পর হাফ সেঞ্চুরি তুলে নেন। ১১২ বলে ৪ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ৮৬ রান।
বল হাতে ভিক্টোরিয়ার সেরা বোলার পেসার মাহবুবুল আলম। প্রায় সাত মাস পর ম্যাচ খেলার সুযোগ পেয়ে মাহবুবুল আলম ৫৪ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া ২টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বী, চতুরঙ্গ ডি সিলভা ও আল-আমিন। ১টি উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ।
২১৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই স্পিনারের আক্রমণের শিকার ভিক্টোরিয়া। ৫২ রানে ৪ উইকেট হারায় ভিক্টোরিয়া।
শরীফউল্লাহ ফেরান আব্দুল মজিদ (১০) ও সোহরাওয়ার্দী শুভকে (১)। আব্দুর রাজ্জাক নেন মুমিনুল হক (১৩) ও নাদিফ চৌধুরীর (৫) উইকেট।
বিপদে পড়া ভিক্টোরিয়া শিবিরে নিজের প্রথম ওভারেই ধাক্কা দেন মাশরাফি। ২১তম ওভারে বোলিং এসে ভিক্টোরিয়ার বিদেশী ক্রিকেটার চতুরঙ্গ ডি সিলভাকে ফিরতি ক্যাচে সাজঘরে পাঠান মাশরাফি।
এরপর শুরু হয় তার কিপটেমি বোলিং। নিখুঁত বোলিংয়ে ভিক্টোরিয়ার রানের চাকা থামিয়ে রাখেন একপ্রান্ত থেকে। অষ্টম ওভারে তুলে নেন এনামুল হক (২) এর উইকেটও।
কলাবাগানের দলগত বোলিংয়ের বিপরীতে একাই মাথা তুলে দাঁড়ান আল-আমিন। তুলে নেন লিগের পঞ্চম হাফসেঞ্চুরি। ৬৭ রানে রান আউটে বিদায়ের পর ভিক্টোরিয়ার জয়ের স্বপ্ন অনেকটাই নিভে যায়।
তবুও হাল ছাড়েননি জুবায়ের আহমেদ। রাজশাহীর এ ক্রিকেটার ৩৫ রান করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নেন। কিন্তু কলবাগানের জয়ের দিনে লড়াইয়ে পারেননি জুবায়ের।
রাব্বী শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেও জুবায়ের ৬৯ বলে ১ বাউন্ডারিতে ৩৫ রানে অপরাজিত থাকেন। বল হাতে কলাবাগানের সেরা বোলার শরীফউল্লাহ।
৩২ রানে নেন ৩ উইকেট। মাশরাফি ও রাজ্জাক ২টি করে উইকেট নেন।
লাস্টনিউজবিডি, এ এস