প্রথমবার সরকারকে তথ্য দিল ফেইসবুক

লাস্টনিউজবিডি, ৩০এপ্রিল, ঢাকা : প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তথ্য চেয়ে করা অনুরোধে সাড়া দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
২০১৫ সালের জুলাই থেকে ডিসেম্বর মোট ১২ অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৩১ ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেইসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে বলে তাদের সর্বশেষ ‘গভার্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট’ এ বলা হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত এই ষান্মাষিক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মাবমাননার কারণে দেশের আইন ভঙ্গের যুক্তি দেখিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) অনুরোধ পাওয়ার পর জুলাই-ডিসেম্বর সময়ে ফেইসবুক কর্তৃপক্ষ চারটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ করেছে।
তবে বরাবরের মতো সংশ্লিষ্ট ব্যবহারকারীর নাম বা কনটেন্ট সম্পর্কে কোনো তথ্য ফেইসবুকের প্রতিবেদনে প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত আড়াই বছরে মোট ৩৭ ব্যবহারকারীর তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার। সেসব অনুরোধের কোনোটিই ফেইসবুক কর্তৃপক্ষের সাড়া পায়নি।
২০১৫ সালের জানুয়ারি-জুন সময়ে মোট তিনটি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়। তবে কারও সম্পর্কে তথ্য দেয়নি ফেইসবুক কর্তৃপক্ষ।
একইভাবে ২০১৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে পাঁচ জনের তথ্য, জানুয়ারি-জুন সময়ে ১৭ জনের তথ্য এবং ২০১৩ সালের জানুয়ারি-জুন সময়ে ১২ ব্যবহারকারীর তথ্য চেয়েছিল সরকার। ফেইসবুক কারও তথ্যই দেয়নি।
২০১৩ সালের জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ থেকে তিনটি ‘কনটেন্ট’ দেখার সুযোগ বন্ধ রাখার অনুরোধই কেবল ফেইসবুকের সাড়া পায়।
সরকারি হিসেবে বাংলাদেশের প্রায় তিন কোটি মানুষ সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট ব্যবহার করে থাকেন। আর বিশ্বে এই সংখ্যা ১৬০ কোটির বেশি, যা পৃথিবীর মোট জনসংখ্যার এক চতুর্থাংশ।
গত বছর জানুয়ারি-জুন সময়ে বিভিন্ন দেশের সরকার যেখানে ৪১ হাজার ২১৪ জন ব্যবহারকারীর তথ্য চেয়েছিল, পরের ছয় মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ হাজার ৭৬৩ জনে। আর এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।
লাস্টনিউজবিডি, এমবি