রোদ-বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুর-তারাকান্দায় শান্তিপূর্ণ ভোট

আব্দুল মান্নান পল্টন,
লাস্টনিউজবিডি, ৩১ মার্চ, ময়মনসিংহ : সকাল থেকে কাঠফাটা রোদ। মাথার উপর গনগনে সূর্য। দু:সহ গরমে হাসফাঁস অবস্থা।
প্রকৃতির এমন রুদ্ররোষের মাঝেও উৎসবের আমেজে ভোট কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। অনেকদিন পর নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে।
কারই বা সাধ্য আছে ভোট উৎসবে ছন্দপতন ঘটানোর! শেষ অবধি আকাশ থেকে অঝোরে বৃষ্টির ধারা নেমে আসলেও ভোটকেন্দ্র থেকে নড়াতে পারেনি ভোটারদের।
ফুরফুরা মেজাজে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই পছন্দের প্রার্থীকে সিল মেরেছেন ভোটাররা। সব উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটিয়েই৩১ মার্চ বৃহষ্প্রতিবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০ ইউনিয়নের ভোট উৎসব। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর থাকায় ঘটেনি কোন অপ্রীতিকর ঘটনা।
বৃহস্পতিবার দিনভর এই উপজেলার অচিন্তপুর ইউনিয়নের অচিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খালিজুরি প্রাথমিক বিদ্যালয়, সিলুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাওয়া ইউনিয়নের কিল্লাতাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ২০টি ভোট কেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
তরুণ-যুবা থেকে শুরু করে মহিলা ও বয়ষ্ক ভোটাররা মনের আনন্দে মেতেছিলেন ভোট উৎসবে। তবে গৌরীপুরে একটি ইউনিয়নে জাল ভোট দেয়ার অভিযোগে দুপুরে সদর ইউনিয়নের হিম্মত নগর ও হাটশিরা কেন্দ্র থেকে সুজন (২২) ও শাহজাহান (২২) নামে দু’জনকে আটক করে পুলিশ। এমন তথ্য জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ।
গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের অচিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। সকালে রান্নাবান্না ও গৃহস্থলির কাজ শেষ করে ৩ মাস বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে হেঁটে ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন আকলিমা আক্তার (৩২)। খোশ মেজাজে বলেন ‘গরীবরে দেহাশুনা করবো এমন প্রার্থীরেই ভোট দিছি। কারো কথায় কান দেই নাই।
স্থানীয় খান্দার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভ্যানে চড়ে ভোট দিতে আসেন মেল্লাছা বেগম। তার বয়স ১১৫। তার কথায় জীবনের শেষ ভোট দিয়েছেন তিনি। কেমন লাগছে অনুভূতি জানিয়ে বলেন, আর কি জীবনে ভোট দিবার পারাম। তাই শেষ ভোট দিয়া গেলাম। মেল্লাছার সঙ্গে ছিলেন ছেলে ইদ্রিস আলী। তিনি জানান, সকাল থেকেই মা ভোট দিতে উদগ্রীব ছিলেন মা। এখন ভোট দিয়ে মা স্বস্তির নি:শ্বাস ফেলছেন।
এদিকে, ভোটকে ঘিরে কেন্দ্রগুলোর আশেপাশে বসেছিল ক্ষুদ্র দোকানিরা। ভোট উৎসবে বিকিকিনি ছিল ভালো। তাদের দোকানে ছিল রকমারি পণ্যের পসরা। এক দোকানি বলেন, ভোট মানেই তো আনন্দের। এই আনন্দের মধ্যে বেচাকেনাও ভালই অইছে।
উল্লেখ্য, গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৩ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৩৭৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২ লাখ ৬ হাজার ৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩ হাজার ৭৫৩ জন, নারী ভোটার ১ লাখ ২ হাজার ২৮৭ জন।