চাঁদা না পেয়ে সেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার চেষ্টা

লাস্টনিউজবিডি, ২৮ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে সেচ্ছাসেবকলীগ নেতা আরিফল ইসলামকে হত্যার চেষ্টায় মারপিট।
শনিবার রাতে রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্যের বাসায় এ ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম তাড়াশ উপজেলার আসানবাড়ী গ্রামের আলহাজ্ব সোরহাব হোসেনের ছেলে।
জানা যায়, নিমগাছী মৎস চাষ উন্নয়ন প্রকল্পের ৩০ লক্ষ টাকার একটি ট্রেন্ডার হয় জানুয়ারীতে। ট্রেন্ডারটি মের্সাস আইভি টেড্রাসের মালিক আরিফুল ইসলাম সর্বনিম্ম মূল্যে ট্রেন্ডারটি পায়।
কাজটি না করার জন্য এ নিয়ে আরিফুল ইসলামকে কয়েক দফায় হুমকি প্রদান করে প্রতিপক্ষ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম মিলির ছেলে রনী (২৫)।
শেষ পর্যায়ে ট্রেন্ডারের কাজ শুরু হলে কয়েক লাখ টাকা চাঁদা দাবী করে রনী। শনিবার দিন চাঁদার টাকা দিতে অস্বীকার করলে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে বেধম মারপিট করে আরিফুলকে। পরে স্থানীদের সহায়তা নিয়ে আহত অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ঠ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরিফল ইসলাম জানান, আমার কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিল তাড়াশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে রনী(২৫), শামীম (২২)। চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার রাতে রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলনের বাসায় উক্ত বিষয় নিয়ে বসার কথা বলে আরিফুলকে ডেকে নিয়ে যায়।
এসময় সংসদ সদস্য বাসায় না থাকায় এক পর্যায়ে জোড় পূর্বকভাবে একশত টাকা মুল্যের তিনটি স্ট্যাম্পে সাইন করতে বলে আরিফুলকে সাইন দিতে না চাইলে জোড় পূর্বক ভাবে সাইন আদায় করে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের ভিবিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় তারা।
আহত আরিফল ইসলামের বাবা আলহাজ্ব সোরহাব হোসেন জানান, আমার ছেলে তাড়াশ থানার সেচ্ছাসেবকলীগের সিনিঃ সহ-সভাপতি, সংসদ সদস্যের বাসার ডেকে নিয়ে সংসদ সদস্যর সন্মান ক্ষুুন্ন করার জন্য উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যানের দুই ছেলেসহ অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী মিলে আমার ছেলেকে হত্যার চেষ্টা করে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিএম আমিনুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।